দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিন) পুলিশ ।
আশিকুর রহমান
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গত (২২ জুলাই) মধ্যরাতে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিন) পুলিশ। এসময়, আরো পাঁচ-ছয় জন ডাকাত পালিয়ে যায়।
আটককৃতরা হলো, টঙ্গী নতুন বাজার এলাকা খালেক মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (২৫), টঙ্গী পূর্ব থানা দিন এলাকার মোঃদেলোয়ার মিয়ার ছেলে মোঃ আরিয়ান রাব্বি (২২) ও টঙ্গী মাছিমপুর মিলগেট এলাকার মোঃ আব্দুর মমিন মিয়ার ছেলে মোঃ রহিম ছোটন(৩২)।
ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে, টঙ্গী পূর্ব থানা দিন এলাকার নিমতলী রেলওয়ে বক্সের পশ্চিম পাশে কিছুসংখ্যক দুষ্কৃতিকারী একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তিন জনকে গ্রেপ্তার করে ও বাকি পাঁচ-ছয় জন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময়, তাদের কাছ থেকে লোহা ও বাটযুক্ত দুইটি ছুরি জব্দ করা হয়। আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।